ভূমিকম্প

তুরস্কের উদ্দেশে রাতে ঢাকা ছাড়বে ফায়ার সার্ভিস টিম

তুরস্কের হাতায় শহরে ধ্বংসস্তূপের ভেতর থেকে এক শিশুকে বের করে আনছেন উদ্ধারকারীরা। ছবি: রয়টার্স

ভূমিকম্পের ঘটনায় উদ্ধার অভিযানে যোগ দিতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল আজ বুধবার রাতে তুরস্কের উদ্দেশে রওনা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ফায়ার সার্ভিসের ৫ কর্মকর্তাসহ ১২ সদস্যের বিশেষজ্ঞ দল আজ রাত ১০টায় ঢাকা ত্যাগ করবে।

তিনি জানান, টিমের সব সদস্য ভূমিকম্পে উদ্ধার অভিযান বিষয়ে প্রশিক্ষিত। তারা নিজেদের সঙ্গে কিছু হালকা সরঞ্জাম নিয়ে যাবেন।

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

30m ago