বাড়তি দামে চিনি বিক্রি, খাতুনগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে চিনি বিক্রি ও অন্যান্য অনিয়মের দায়ে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারের ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা খাতুনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

হঠাৎ চিনির বাজারে অস্থিরতায় দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অভিযানে নামে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সূত্র জানিয়েছে, সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বাড়তি মূল্যে চিনি বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং অনিয়মের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারা অনুযায়ী ৪টি মামলায় লক্ষ্মী নারায়ণ স্টোর, নাহিদ ট্রেডার্স ও জমজম ট্রেডার্সকে ২ হাজার করে মোট ৬ হাজার এবং নামহীন একটি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

উমর ফারুক বলেন, বাজারে বিভিন্ন দোকানে জরিমানা করা হয়েছে। চিনি উৎপাদনকারী মিলের বিষয়ে তথ্য হালনাগাদ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
 
জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত দামে কেউ চিনি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago