মোহাম্মদপুর-ধানমন্ডি-শ্যামলী-ফার্মগেট-কারওয়ান বাজারে ছিনতাই করতো তারা

মোহাম্মদপুর-ধানমন্ডি-শ্যামলী-ফার্মগেট-বসিলা-কারওয়ান বাজারে ছিনতাই করতো তারা
গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এবং কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান-২ (র‌্যাব)।

গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা এবং কাওরান বাজারসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম করতো। এছাড়াও বিভিন্ন সময় তারা এলাকায় প্রভাব বিস্তারের জন্য দেশীয় অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক, দস্যুতা, ছিনতাই, অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago