পেরুতে টানা বৃষ্টিপাতে ভূমিধস, মৃত্যু অন্তত ৩৬

পেরুর দক্ষিণাঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ভূমধসের সৃষ্টি হয়েছে। ছবি: এএফপি
পেরুর দক্ষিণাঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ভূমধসের সৃষ্টি হয়েছে। ছবি: এএফপি

পেরুর দক্ষিণাঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ভূমধসের সৃষ্টি হয়। ফলে বেশ কিছু গ্রাম কাদা ও পাথর মিশ্রিত পানিতে ভেসে যায়। এ দুর্ঘটনায় অন্তত ৩৬ ব্যক্তি মারা গেছেন বলে কতৃপক্ষ জানিয়েছে।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কামানা অঙ্গরাজ্যের মারিয়ানো নিকোলাস ভালকারসেল পৌরসভার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা উইলসন গুতেরেস স্থানীয় রেডিও আরপিপিকে জানান, মিসকি নামের একটি প্রত্যন্ত এলাকায় ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

একটি ভ্যান গাড়ি কাদায় আটকে নদীতে পড়ে গেলে ৫ আরোহী নিহত হন।

এক গুরুত্বপূর্ণ সড়কের ৩ কিলোমিটার দীর্ঘ এলাকা দালানের ধ্বংস্তুপের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা এই ধ্বংসাবশেষ সরানোর জন্য ভারী যন্ত্র পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিধসের পর অন্তত ৬৩০টি বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এই ভূমিধস সেতু, সেচের জন্য ব্যবহৃত খাল ও সড়কেরও ক্ষতি করেছে।

প্রায় প্রতি বছরই পেরুতে ফেব্রুয়ারি মাসে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমধস দেখা দেয়।

 

Comments