‘আমার ২ ছেলে এখনো ধ্বংসস্তূপে’

তুরস্ক, সিরিয়া, ভূমিকম্প, তুরস্কে ভূমিকম্প, সিরিয়ায় ভূমিকম্প,
তুরস্কের দিয়ারবাকিরে ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ছবি: রয়টার্স

তুরস্কের এক নারী রয়টার্সকে বলেছেন, আমার ২ ছেলে এখনো ধ্বংসস্তূপের মধ্যে আছে, আমি তাদের জন্য অপেক্ষা করছি।

দক্ষিণ-পূর্ব তুরস্কের দিয়ারবাকিরে একটি ব্লকের বাসিন্দা ওই নারী। সেখানকার ধ্বংসাবশেষের কাছে আতঙ্কিত মুখে দাঁড়িয়ে ছিলেন তিনি।

তিনি রয়টার্সকে বলেন, 'আমরা দোলনার মতো দুলে উঠি। বাড়িতে আমরা ৯ জন ছিলাম। আমার ২ ছেলে এখনো ধ্বংসস্তূপের মধ্যে আছে। আমি তাদের জন্য অপেক্ষা করছি।'

ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকটবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কাহরামনামারাসের বাসিন্দা ২৯ বছর বয়সী মেরিম বলেন, 'আমরা তীব্র আওয়াজ ও কম্পনে জেগে উঠলাম। এর পরপরই ২টি কম্পন অনুভূত হয়।'

'আমি খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম এটা কখনই থামবে না। পরে আমার ১ বছরের ছেলের জন্য কিছু জিনিস নিয়ে বাড়ি ছেড়ে চলে আসি।'

টুইটারে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সিরিয়ার আলেপ্পোতে পার্শ্ববর্তী ২টি ভবন একের পর এক ধসে পড়ছে। যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত শহরটির ২ বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই ভবনগুলো ধসে পড়ে।

Comments

The Daily Star  | English
special security for foreign investors in Bangladesh

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

3h ago