হিরো আলমের সংবাদ করায় সাংবাদিককে মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি শরিফুল ইসলাম শিপুল। ছবি: সংগৃহীত

বগুড়ায় হিরো আলমের সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করায় ২ সাংবাদিককে মারধরের অভিযোগে বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি শরিফুল ইসলাম শিপুলকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় আজ শনিবার দুপুর ২টায় বগুড়া থানা মোড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে এসব নিশ্চিত করেন।

এর আগে শনিবার দুপুরে মারধরের শিকার সাংবাদিক শিপুলের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি।

মারধরের শিকার ২ সাংবাদিক হলেন দৈনিক কালের কণ্ঠের বগুড়া জেলা প্রতিনিধি ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ এবং স্থানীয় পত্রিকা দৈনিক বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম।

গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বগুড়ার আওয়ামী লীগ অফিস সংলগ্ন টাউন ক্লাবে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতার নাম শরিফুল ইসলাম শিপুল।

জে এম রউফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা কয়েকজন সাংবাদিক টাউন ক্লাবে হিরো আলমের (বগুড়া উপ-নির্বাচনের ফলাফল বর্জন সম্পর্কিত) সংবাদ নিয়ে কথা বলছিলাম। সে সময় যুবলীগ নেতা শিপুল টাউন ক্লাবে ঢোকেন। শিপুল আমাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি বলেন, "সাংবাদিকরাই হিরো আলমকে নেতা বানাচ্ছে"। এরপর আমাকে মারতে মারতে ক্লাবের বাইরে নিয়ে আসেন। পরে আমার পাশের লোকজন আমাকে ছাড়িয়ে নেয়।'

আগামীকাল রোববার শিপুলকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago