নীলফামারীতে ফারাজ হোসেন ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ

শুক্রবার ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ছবি: স্টার

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগলেও অর্থাভাবে ভালো চিকিৎসা করাতে পারছিলেন না দিনমজুর আলীমুদ্দিন (৬৫)। বিশেষজ্ঞ চিকিৎসক বিনা পয়সায় রোগী দেখবেন ও ওষুধ দেবেন জেনে ফ্রি মেডিকেল ক্যাম্পে আসেন তিনি।

আজ শুক্রবার ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ডাঙ্গাপাড়া কানিয়ালখাতা গ্রামে ঈদগাঁ মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। প্রান্তিক পর্যায়ের ৫০০'রও বেশি উপকারভোগী সেখানে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।

এ আয়োজনে সন্তোষ জানিয়ে দ্য ডেইলি স্টারকে আলীমুদ্দিন বলেন, 'আজ এই মেডিকেল ক্যাম্পে এসে আমার ডায়াবেটিসের ভয়াবহতা সম্পর্কে জানতে পারলাম। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা আমার ডায়াবেটিস পরিমাপ করেছে এবং কয়েক সপ্তাহের ওষুধ আমাকে বিনামূল্যে দেওয়া হয়েছে।'

চিকিৎসা নিতে আসা পঞ্চাশোর্ধ মনুফা বেগম বলেন, 'দীর্ঘদিন থেকে হাঁপানিতে ভুগে আমার জীবন দুর্বিষহ। ঢাকা গিয়ে ভালো চিকিৎসা করানোর সামর্থ্য নেই। আজ আমি এখানে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পেলাম। আমাকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে।'

শুক্রবার বিকেল ৩টায় ফ্রি মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল ইসলাম শাহ। উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান মমতাজুল ইসলাম ও ফারাজ ফাউন্ডেশনের পক্ষে অন্যান্যের সঙ্গে সংগঠনটির ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনা করেছে স্থানীয় সংগঠন উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন। 

শুক্রবার ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ছবি: স্টার

আয়োজকরা জানান, মেডিকেল ক্যাম্পে আসা রোগীদের অধিকাংশই পরিপাকতন্ত্রের অসুখ, গ্যাস্ট্রিক, সর্বাঙ্গে ব্যথা, হৃদরোগ, ডায়াবেটিস ও নারীদের মধ্যে অপুষ্টি ও পিরিয়ড সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছেন।

এসময় বক্তারা এ আয়োজনের প্রশংসা করে সমাজের সচ্ছল মানুষসহ অন্যান্য দাতব্য সংগঠনকে এ ধরনের উদ্যোগ গ্রহণে আহ্বান জানান। 

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

1h ago