এমপি শিমুলের চাপে ট্রেন গেল আরও ৩ স্টেশন পেছনে

নাটোর স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। বিশেষ ট্রেনটি যাত্রী উঠানোর জন্য ৫ স্টেশন পেছনে পাঠানোয় অন্য সব ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়ছে। ছবি: স্টার

রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা উপলক্ষে বিশেষ ট্রেনের কারণে নাটোরে অন্যান্য ট্রেনের যাত্রীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে।

নাটোর থেকে একটি বিশেষ ট্রেন আজ রোববার সকাল ৯টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি নাটোর স্টেশন থেকে না ছেড়ে ৩ স্টেশন পেছনে মাধনগর থেকে ছাড়ার জন্য স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল চাপ তৈরি করেন বলে অভিযোগ রয়েছে।

পরে সকাল ৯টা ৩৭ মিনিটের দিকে নাটোর থেকে মাধনগরের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

বিশেষ ট্রেনের কারণে মাধনগর স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি অন্তত আধা ঘণ্টা দাঁড়িয়ে ছিল বলে জানান যাত্রীরা।

নাটোর রেলস্টেশন থেকে কথা বলার সময় উত্তরা এক্সপ্রেসের বেশ কয়েকজন যাত্রী জানান, বিশেষ ট্রেনের কারণে উত্তরা এক্সপ্রেস স্টেশনগুলোতে বাড়তি সময় দাঁড়াচ্ছিল।

উত্তরা এক্সপ্রেসে তিলকপুর থেকে রাজশাহীগামী যাত্রী মাহিন হোসেন বলেন, 'অন্যান্য দিন সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উত্তরা এক্সপ্রেস নাটোর স্টেশন ছেড়ে যায়। কিন্তু আজকে ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে নাটোর স্টেশনে পৌঁছায়।'

আরমান হোসেন নামে অপর যাত্রী বলেন, 'সকাল ৮টা থেকে নাটোর স্টেশনে উত্তরা এক্সপ্রেসের জন্য অপেক্ষায় আছি। সকাল সাড়ে ১০টায় এসে ট্রেন পৌঁছায়। আমার মতো আরও অনেক যাত্রীই ভোগান্তিতে পড়েছেন।'

বিশেষ ট্রেনের যাত্রা শুরুর স্টেশন বদলের জন্য চাপ সৃষ্টির অভিযোগের বিষয়ে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'ট্রেনটি বিরকুটশা স্টেশন থেকে সকাল ৯টায় ছাড়ার কথা ছিল। কিন্তু সকাল ৮টায় নাটোর স্টেশনে আসে। রেলের কর্মকর্তারা ভুল করে নাটোর লিখে রাখায় ঝামেলা তৈরি হয়েছে। পরে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত ট্রেনটি মাধনগর পাঠানো হয়েছে। এতে কিছুটা সময় নষ্ট হয়েছে।'

তিনি আরও বলেন, 'এর আগে ১ লাখ ২৮ হাজার টাকার টিকিট নেওয়া হয়েছিলো (বিশেষ ট্রেনের) নাটোর থেকে যাওয়া যাত্রীদের জন্য। আজকে মাধনগর থেকে আরও ৭৩ হাজার টাকার টিকিট কাটা হয়েছে। তবে বিরকুটশায় সিঙ্গেল লাইন থাকায় মাধনগর পর্যন্ত ট্রেনটি পাঠানো হয়েছে।'

'সাধারণ যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, তার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে', যোগ করেন তিনি।

সকাল ১১টায় বিশেষ ট্রেনটি নাটোর স্টেশনে আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মই বেয়ে ট্রেনের ছাদে উঠতে দেখা যায়। এর আগে মাধনগর থেকেও অনেককে উঠেছেন ট্রেনটির ছাদে। ছবি: স্টার

পাকশি বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাটোরের বিশেষ ট্রেনটি নাটোর স্টেশন থেকে সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা। বিষয়টি তাদেরকে জানানোও হয়েছিলো। এখন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার লোকজন নিয়ে এসে ট্রেনটি ছাড়তে বাধা দেন এবং মাধনগর থেকে না ছাড়লে ট্রেনটি ঘোরাতে দিচ্ছিলেন না। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ট্রেনটি মাধনগরে পাঠানো হয়।'

তিনি আরও বলেন, 'একজন জনপ্রতিনিধি যদি ট্রেন আটকে রাখেন, তখন আর কিছুই করার থাকে না। বিশেষ ট্রেনের এসব জটিলতায় অন্যান্য শিডিউল ট্রেন চলাচলে কিছুটা বিচ্যুতি হচ্ছে।'

বিশেষ ট্রেনটি সকাল ৯টায় নাটোর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতির কারণে সকাল ১১টায় মাধনগর থেকে নাটোর স্টেশনে এসে পৌঁছায় এবং ছেড়ে যায় সোয়া ১১টায়।

Comments

The Daily Star  | English
Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Chinese firms bullish on manmade fibre exports to Bangladesh

Non-cotton garments are particularly lucrative, fetching higher prices than traditional cottonwear for having better flexibility, durability

15h ago