বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত

স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

তারা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী কলাবাগান গ্রামের আলম হোসেন (৩৬) ও সুজন মিয়া (২৯)।

আজ শনিবার ভোরে শমসেরনগর সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার কাছে এ ঘটনা ঘটে। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯নং বিএসএফ ব্যাটালিয়নের চুঙ্গারখাতা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য ৩ রাউন্ড গুলিবর্ষণ করেন।

জানা গেছে, গুলিতে আহত ২ জনের মধ্যে সুজন মিয়া পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারলেও আলম হোসেনকে আটক করেছে বিএসএফ।

আহত সুজনের বাবা মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ছেলে সীমান্তে কয়েকজন চোরাকারবারীর প্রলোভনে পড়ে ভারতে গরু আনতে গিয়েছিল। তাদের ওপর বিএসএফ সদস্য গুলিবর্ষণ করলে সুজন ডানপাঁজরে গুলিবিদ্ধ হয়। সে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।'

অন্যদিকে আলম হোসেনের চাচাত ভাই আলমগীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আমার ভাই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফের হাতে আটক হয়েছে বলে জানতে পেরেছি। সে কী অবস্থায় আছে সেটা এখনো জানি না।'

জানতে চাইলে শমসেরনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার মফিজুল ইসলাম বলেন, 'সীমান্তে গুলিবর্ষণের ঘটনা শুনেছি কিন্তু কোনো বাংলাদেশি আহত কিংবা বিএসএফর হাতে আটক হয়েছেন কি না, এ বিষয়ে এখনো জানা যায়নি। বিএসএফ এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি। এছাড়া সীমান্তের কেউই এ ঘটনায় বিজিবিকে কোনো তথ্য জানায়নি।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago