রাজশাহীতে আ. লীগের জনসভার জন্য ভাড়ায় ৭ বিশেষ ট্রেন

রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ উপলক্ষে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। ছবি: আনোয়ার আলী/স্টার

রাজশাহীতে অনুষ্ঠেয় আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে আসতে দলীয় নেতাকর্মীদের জন্য লোকাল রুটে চলাচলকারী ৭টি ট্রেন ভাড়া করেছেন দলের নেতারা।

আগামীকাল রোববারের এই সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশ রেলওয়ে ১২ লাখ ৯০ হাজার টাকায় ১০ হাজার ৩০৬ আসনের ৭টি ট্রেন ভাড়া দিয়েছে।'

দলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে সদর দপ্তর ট্রেনগুলো ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

এগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও রোহনপুর স্টেশন থেকে ২টি এবং জয়পুরহাটের পাঁচবিবি স্টেশন, বগুড়ার সান্তাহার স্টেশন, নাটোর স্টেশন, সিরাজগঞ্জ স্টেশন ও রাজশাহীর আড়ানী স্টেশন থেকে অন্য ৫টি ট্রেন চলাচল করবে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেনগুলো ভাড়া নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের অগ্রিম ভাড়া পরিশোধ এবং সাধারণ যাত্রী ওঠা-নামার শর্ত দেওয়া হয়েছে।

তবে ৭টি ট্রেনের মধ্যে এখন পর্যন্ত ১টি ট্রেনের ভাড়া পরিশোধ করা হয়েছে। বাকিগুলোর ভাড়া আজ শনিবারের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা।

আগামীকালের সফরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago