শার্শা সীমান্তে ৮ কেজি সোনাসহ আটক ২

কায়বা সীমান্তের একটি আম বাগান থেকে ৭০টি সোনার বারসহ আটক ২ জন। ছবি: সংগৃহীত

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০টি সোনার বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আজ বুধবার সন্ধ্যায় কায়বা সীমান্তের একটি আম বাগান থেকে তাদের আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ এ তথ্য জানান। জব্দ সোনার মূল্য সাড়ে ৬ কোটি টাকা বলে জানান তিনি।

আটক ২ জন হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুরের কচুয়া থানার বট দৈল গ্রামের হান্নান প্রাধান (৩৪)।

২১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হয়ে ভারতে যাচ্ছে জানতে পেরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে প্রাইভেটকারটি বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মিটার বক্সের ভেতর থেকে ৭০ পিস সোনার বার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক ২ জনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনা যশোর কাস্টমস ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

Comments