ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’, দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে

ছবি: ইউএনবি

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। আজ বুধবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ৩১৯।

মান অনুযায়ী যা 'ঝুঁকিপূর্ণ' বিবেচনা করা হয়।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়।

উজবেকিস্তানের তাসখন্দ ও মিয়ানমারের ইয়াঙ্গুন যথাক্রমে ২১১ ও ১৭৭ একিউআই নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ঢাকার বায়ু দূষণের ৩টি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

Comments

The Daily Star  | English

Nahid warns against media intimidation, vows stern action

The government will take stern action against those trying to incite violence or exert undue pressure on the media or newspapers, said Information Adviser Nahid Islam today

2h ago