মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন, যুক্ত হচ্ছে পল্লবী স্টেশন

ঢাকা মেট্রোরেল
স্টার ফাইল ছবি

দিয়াবাড়ি ও আগারগাঁওয়ের পর তৃতীয় মেট্রোরেল স্টেশন হিসেবে পল্লবী উন্মুক্ত হতে যাচ্ছে। আগামীকাল বুধবার থেকে পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ম্যানেজার মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সকাল ৮টায় স্টেশনের গেট খোলা হবে। তখন যাত্রীরা ভেতরে প্রবেশ করে টিকিট কাটতে পারবেন। ট্রেন ছাড়া হবে সকাল সাড়ে ৮টা থেকে। এছাড়া মেট্রোরেলের চলাচল দুপুর ১২টার পরিবর্তে সাড়ে ১২টায় বন্ধ হবে।

বর্তমানে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলছে কোনো স্টপেজ ছাড়াই।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

তবে, উদ্বোধনের পর প্রথম ৩ মাস মেট্রোরেল মাঝের কোনো স্টেশনে থামবে না বলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল।

কর্তৃপক্ষ বলেছিল, শুরুতে সীমিতভাবে মেট্রোরেল চলাচল করবে। ২৬ মার্চ থেকে উত্তরা-আগারগাঁও রুটে পুরোদমে চলাচল করবে মেট্রোরেল। এই রুটের জন্য ৬ কোচবিশিষ্ট ১০টি ট্রেন প্রস্তুত করা আছে।

এছাড়া, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিনিট পরপর মেট্রোরেলের ট্রিপ চলছে। প্রতিটি ট্রেন সর্বোচ্চ ২০০ যাত্রী নিয়ে চলাচল করছে।

সপ্তাহে এক দিন মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকছে।

Comments

The Daily Star  | English

Injured protesters call off demo in front of CA residence

Earlier, they took position in front of the residence of Chief Adviser Professor Muhammad Yunus around midnight, breaching security barricades along the way

4h ago