বাংলাদেশের বাজারে অডির ইলেকট্রিক এসইউভি

বাংলাদেশের বাজারে অডির ইলেকট্রিক এসইউভি
অডি ই-ট্রন

বাংলাদেশের বাজারে ইলেকট্রিক এসইউভি ই-ট্রন নিয়ে এসেছে অডি। গত ২১ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে অডি শোরুমে গাড়িটি প্রদর্শন করা হয়।

এর ফলে বাংলাদেশের বাজারে আসা প্রথম কোনো অটোমোটিভ ব্র্যান্ড হিসেবে অডি আনুষ্ঠানিকভাবে ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল (বিইভি) চালু করেছে। একই সঙ্গে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে ইভি ক্যাটাগরিতে ইলেকট্রিক যানের নিবন্ধন নেওয়া প্রথম কোনো ম্যানুফ্যাকচারার।

অডি ই-ট্রনের স্ট্যান্ডার্ড ফিচারগুলোর মধ্যে আছে- ম্যাট্রিক্স এলইডি হেডলাইটস, অ্যাডাপটিভ এয়ার সাসপেনশন, ভার্চুয়াল ককপিট প্লাস, ২০ ইঞ্চি অডি অ্যালয় হুইলস, প্রাইভেসি গ্লাস, প্যানোরামিক গ্লাস সানরুফ, ফোর জোন ক্লাইমেট চেঞ্জ কন্ট্রোল এসি, লেদার সিট, ৩৬০০ সার্উন্ড ভিউ। ক্যামেরা এবং আরও বেশ কিছু সুবিধা।

অডি ই-ট্রন বাংলাদেশে পাওয়া যাবে অডি বাংলাদেশ-প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড (পিএমআইএল) ও বাংলাদেশে অডি ব্র্যান্ডের অনুমোদিত প্রতিনিধিদের কাছে। গাড়িটি ঢাকার তেজগাঁওয়ে অডির ডিলারশিপের মাধ্যমে বিক্রি হচ্ছে। ১ কোটি ৫৯ লাখ টাকা প্রারম্ভিক মূল্য থেকে এটি বিক্রি হবে।

গাড়িটির বিক্রোয়োত্তর পরিষেবাগুলোর মধ্যে রয়েছে, উচ্চ পর্যায়ের মাস্টার টেকনিশিয়ানদের মাধ্যমে অডি অনুমোদিত পরিষেবা, ফার্স্ট চার্জি হাব এবং তাদের সার্ভিস সেন্টার ব্যবহার।

অডি ই-ট্রনে ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি এবং ২ বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি। তবে কেউ চাইলে সেটা বাড়তি অর্থ যোগ করে তা ৫ বছর পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।

 

Comments

The Daily Star  | English

Battery-run rickshaws allowed back on Dhaka roads for one month

SC chamber judge issues status quo on HC order

3h ago