বেইলি রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর বেইলি রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় তাজুল ইসলাম (৬০) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাজুলের বাড়ি রাজবাড়ী বালিয়াকান্দা উপজেলার চরকৃষ্ণপুর গ্রামে। বর্তমানে তিনি রামপুরায় থাকতেন বলে জানায় পুলিশ।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া শিক্ষার্থী বুলবুল আহমেদ আলিফ জানান, বেইলি রোড দিয়ে কাকরাইল যাওয়ার পথে পুলিশের একটি পিকআপ ভ্যান পিছন দিক থেকে তার রিকশাটিকে ধাক্কা দেয়। এতেই তিনি রাস্তার মাঝেই ছিটকে পড়েন। তখন দৌড়ে তিনি রাস্তা থেকে তাকে তুলে পুলিশের অন্য একটি গাড়িতে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা ‍মৃত ঘোষণা করেন।

এদিকে, রমনা থানার উপপরিদর্শক (এসআই) রোমেন মিয়া জানান, বেইলি রোডে জাজেস কমপ্লেস্কের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

13h ago