‘পরীক্ষার আগের রাতের মতো অনুভূতি হচ্ছিল’

পরীমনি। ফাইল ছবি: সংগৃহীত

পরীমনি অভিনীত 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' মুক্তি পেয়েছে গতকাল। এই সিনেমা দিয়ে হ্যাট্রিক করেছেন ঢালিউডের আলোচিত এই নায়িকা।

নিজের নতুন সিনেমা মুক্তির দিনই প্রেক্ষাগৃহে গিয়েছিলেন পরীমনি। তার সঙ্গে ছিলেন স্বামী রাজ ও পুত্র রাজ্য।

সরকারি অনুদানের এই সিনেমা নিয়ে পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজ টিকিট কেটে রেখেছিল। রাজ্যকেও সঙ্গে ছিল। রাজ ও রাজ্যকে নিয়ে সিনেমাটি দেখেছি, দিনটিকে স্মরণীয় করে রেখেছি।'

রাজ্যের সিনেমা দেখার অভিজ্ঞতা বিষয়ে পরীমনি বলেন, 'রাজ্য প্রথম দেখেছে ওর বাবার অভিনীত "দামাল"। গতকাল দ্বিতীয় সিনেমা দেখলো মায়ের "অ্যাডভেঞ্চার অব সুন্দরবন"।'

'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' মুক্তি উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি স্কুলে গিয়েছেন পরীমনি।

পরীমনি বলেন, 'এটা শিশু-কিশোরদের সিনেমা হলেও বড়দেরও ভালো লাগবে। সবার জন্যই এই সিনেমা।'

নতুন সিনেমা মুক্তির অনুভূতি জানতে চাইলে পরীমনি বলেন, 'পরীক্ষার আগের রাতে যেমন লাগে, তেমনই অনুভূতি হচ্ছিল আমার। মনে হচ্ছিল পরীক্ষা দিতে যাচ্ছি। প্রতিবার নতুন সিনেমা মুক্তির সময়ে এটা হয়।'

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস 'রাতুলের রাত রাতুলের দিন' অবলম্বনে নির্মিত হয়েছে 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। সিনেমাটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল এবং পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম।

নায়ক সিয়াম সম্পর্কে পরীমনি বলেন, 'সিয়াম দারুণ অভিনয় করেছেন এই সিনেমায়। দর্শকদের বলব, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখুন।'

এ ছাড়া, পরীমনি অভিনীত 'মা' সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

পরীমনি বলেন, '"মা" অন্যরকম একটি গল্প-নির্ভর সিনেমা। এখানে আমাকে নতুন করে পাওয়া যাবে।'

আবু রায়হান জুয়েলের 'চলো বদলে যাই' সিনেমায়ও অভিনয় করবেন পরীমনি। তবে কোন সিনেমা দিয়ে বিরতি ভাঙবেন, তা এখনো চূড়ান্ত করতে পারেননি।

এ বিষয়ে পরীমনি বলেন, 'এখন তো ছুটিতে আছি। ঠিক করে বলতে পারছি না কোন সিনেমা দিয়ে ছুটির পর নতুন করে ফিরব। আরও পরে এটা জানাতে পারব।'

Comments