এইচএসসির ফলাফল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে

ফাইল ফটো

২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফেব্রুয়ারির ৭, ৮ কিংবা ৯ তারিখের যে কোনো একদিন চেয়েছি। এ বিষয়ক একটি প্রস্তাবনা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেদিনের অনুমতি দেবেন, সেদিনই আমরা ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত।'

২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয় গত ৬ নভেম্বর। তত্ত্বীয় পরীক্ষা ১৩ ডিসেম্বর ও ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২২ ডিসেম্বর। 

এবারের এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। 

 

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

12m ago