কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম ও এ্যানি

কারাগার থেকে মুক্ত হওয়ার পর আব্দুস সালাম এবং শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এবং দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় তারা মুক্তি পান বলে দ্য ডেইলি স্টারকে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

Comments