‘ডিবি পরিচয়ে’ যুক্তরাষ্ট্র প্রবাসীর গাড়ি আটকে ছিনতাই

স্টার অনলাইন গ্রাফিক্স

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গাড়ি আটকে ছিনতাইয়ের অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রফেরত এক প্রবাসী।

আজ শনিবার ভোররাত পৌনে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় আরিফ হোসেন নামে ওই প্রবাসী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। তিনি উল্লেখ করেছেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে ৫ হাজার ১২০ মার্কিন ডলার ও মোবাইল ফোন নিয়ে গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, 'বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷'

আরিফ হোসেন বলেন, 'যুক্তরাষ্ট্র থেকে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দুই ভাতিজা ও বাড়ির কেয়ারটেকারসহ ভাড়া নেওয়া একটি প্রাইভেটকারে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় নিজের বাসায় যাচ্ছিলেন তিনি। কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ইউটার্ন নেওয়ার পর আটি ওয়াপদা কলোনি এলাকায় সাদা রঙের একটি হাইয়েস গাড়ি আমাদের পথ রোধ করে।'

তিনি আরও বলেন, 'রাত পৌনে ৩টার দিকে খাঁজা লাইমস চুন কারখানার সামনে ওই হাইয়েস গাড়ি থেকে ডিবি পুলিশ লেখা জ্যাকেট পরা ৬ জন নেমে নিজেদেরকে ডিবি পুলিশ দেন এবং তল্লাশির নামে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেন৷ মানিব্যাগে আমার পাসপোর্ট, আমেরিকান গ্রিনকার্ড ও ব্যাংকের কার্ড ছিল৷'

তিনি জানান, মানিব্যাগে ৫ হাজার ১২০ ইউএস ডলার, আমেরিকান গ্রিনকার্ড, পাসপোর্ট, ক্রেডিট কার্ড ছিল। পাসপোর্ট ও গ্রিনকার্ডসহ মানিব্যাগটি ছিনতাইকারীরা রূপগঞ্জের তারাব এলাকায় ফেলে যায়। আজ দুপুরে স্থানীয় একজন সেটি রাস্তায় কুড়িয়ে পেয়ে মোবাইলে কল করে সেটি ফেরত দেন।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

59m ago