বিশ্ব ইজতেমা: আশুলিয়ার বাইপাইল থেকে ঢাকাগামী সড়কে যান চলাচল বন্ধ

আশুলিয়ার বাইপাইল মোড়। ছবি: আকাশ মাহমুদ/স্টার

গাজীপুরের টঙ্গীতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বে সড়কের যানজট রোধে আশুলিয়া থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে এই সড়কের ঢাকার প্রবেশমুখ রেকার দিয়ে বন্ধ করে দেয় ট্রাফিক বিভাগ।

এদিকে ইজতেমা শুরুর ১ দিন আগেই নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে ইপিজেড পর্যন্ত ঢাকাগামী লেনে ২ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে আটকা পড়েছেন ইজতেমাগামী মুসল্লিরা।

আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জাহিদ হোসেন বলেন, 'ইজতেমার কারণে এই মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। তাই আপাতত এই সড়কটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বেড়িবাঁধ ও কামারপাড়ার দিকে চাপ কমে আসলে আবার এটি খুলে দেওয়া হবে।'

এ অবস্থায় এই পথে চলাচলকারী যানবাহনের চালকদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে ট্রাফিক বিভাগ থেকে।

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও তুরাগতীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আলাদাভাবে।

মাওলানা জোবায়েরের অনুসারীরা প্রথম পর্বে ১৩-১৫ জানুয়ারি এবং মাওলানা সা'দ পক্ষের অনুসারীরা ২০-২২ জানুয়ারি ইজতেমা পরিচালনা করবেন।

প্রতি পর্বেই শেষ দিনে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এরমধ্যেই ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে লাখো মুসল্লি জড়ো হয়েছেন। এসেছেন ২৬ দেশের প্রায় দেড় হাজার বিদেশি অতিথি।

 

Comments