করোনা পূর্ববর্তী স্বাভাবিক নিয়মে হবে ২০২৩ সালের হজ

পবিত্র কাবা শরীফে হজযাত্রীরা। ফাইল ছবি: রয়টার্স
পবিত্র কাবা শরীফে হজযাত্রীরা। ফাইল ছবি: রয়টার্স

২০২৩ সালের হজ মৌসুমে সৌদি আরব করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করবে।

বার্তা সংস্থা রয়টার্স দেশটির হজ ও উমরাহ সংক্রান্ত মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালে করোনাভাইরাস সংক্রমণের আগে ২৬ লাখ মানুষ হজ পালন করতে পেরেছিল। তবে ২০২০ ও ২০২১ এ সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেয় দেশটি।

আবারও ২০২২ সালে ১০ লাখ মুসলিম হজ পালন করেন।

এক টুইট বার্তায় হজ ও উমরাহ মন্ত্রণালয় জানায়, ২০২৩ এর হজে কোনো ধরনের বিধিনিষেধ (বয়সসীমা সহ) আরোপ করা হবে না।

২০২২ সালে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের হজ করার অনুমতি দেওয়া হয়। বাড়তি শর্ত হিসেবে ছিল করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া ও কোনো দুরারোগ্য ব্যাধিতে না ভোগার শর্ত।

২০২৩ সালের হজ মৌসুম ২৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

 

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago