নারীরা হজে যেতে পারবেন ‘মাহরাম’ ছাড়াই

হজ
হজ পালন। রয়টার্স ফাইল ছবি

মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়াই নারীরা এখন হজ বা ওমরাহ করতে সৌদি আরব যেতে পারবেন।

মিশরে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গতকাল সোমবার এ ঘোষণা দেন।

সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘোষণার মধ্যে দিয়ে নারী হজযাত্রীরা মাহরাম ছাড়া হজে যেতে পারবেন কি না, সে বিতর্কের অবসান হলো।

যোগাযোগ করা হলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসেন তাসলাইম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সৌদি কর্তৃপক্ষের নতুন ঘোষণা নারীদের হজ পালনে ইতিবাচক ভূমিকা রাখবে।'

আল-রাবিয়াহ বলেন, 'সারা বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ ভিসার কোনো কোটা বা সীমা নেই। যেকোনো দেশের মুসলমান যেকোনো ধরনের ভিসা নিয়ে সৌদিতে এসে ওমরাহ পালন করতে পারবেন।'

এ ছাড়া হজ ও ওমরাহ পালনের খরচ কমানোর বিষয়ে সৌদি আরব আগ্রহী বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, যারা পবিত্র কাবা ও মসজিদে নববি পরিদর্শন করতে আগ্রহী তাদের সেবা সংক্রান্ত বিষয়গুলো ডিজিটাইজেশনের কাজ চলছে।

Comments

The Daily Star  | English
Dhaka Airport lounges for migrant workers

A dignified welcome

Dhaka airport finally opens lounges dedicated to migrant workers and their families

18h ago