ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির বিক্ষোভ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নিশ্চিত করে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নিশ্চিত করে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। 

আজ রোববার বিকেলে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৬ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে থেকে শ্রম মন্ত্রণালয়ের দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। তবে সচিবালয়ের সামনে পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দিলেও সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন নেতারা।

সমাবেশে নেতারা বলেন, 'মজুরি বোর্ড গঠনের প্রায় ৫ বছর পার হয়েছে। ভয়াবহ দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির মাঝেও মালিকপক্ষ ও সরকার শ্রমিকের মজুরি নিয়ে বিভিন্ন টালবাহানা করছে। করোনার বিপর্যয়ের পরেও এই খাতে ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে বাজারে চালের দাম ৬০ টাকার নিচে নেই, তেলের দাম প্রায় ২০০ টাকা, আটা ৭৫ টাকার ওপরে। এসময় মালিকদের রপ্তানি আয় বাড়লেও মজুরি বৃদ্ধিতে মালিকরা আগ্রহী নয়।'

নেতারা আরও বলেন, 'এই পরিস্থিতিতে সরকার শ্রমিকদেরকে কোনো ভাতা দেয়নি। মজুরি বোর্ড গঠন বর্তমানে সময়ের দাবি। মজুরি বোর্ড গঠন না করে এবং মজুরি বৃদ্ধির উদ্যোগ না নিয়ে সরকার নিজেদের 'শ্রমিকবান্ধব ও শ্রমিক দরদী' বলে ফাঁকা বুলি দিচ্ছে।'

দ্রুত মজৃরি বোর্ড গঠন করে পোশাক শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা করার জন্য শ্রমমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক দীপক রায়, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জুলহাসনাইন বাবু  এবং কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রুপালী আক্তার, কাউসার হামিদ, লাইজু আক্তারসহ অন্যান্যরা। 

Comments

The Daily Star  | English

For the poor, inflation means a daily struggle

As inflation greets Bangladeshis at breakfast time, even the humble paratha becomes a symbol of struggle. Once hearty and filling, it now arrives thinner and lighter -- a daily reminder of the unending calculations between hunger and affordability.

7h ago