ঘন কুয়াশায় নামতে না পেরে ৭ ফ্লাইট গেল কলকাতায়, ১টি ইয়াঙ্গুনে
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ৮টি উড়োজাহাজ নামতে পারেনি।
আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'নিরাপদে নামার জন্য ৭ ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ও এক ফ্লাইট ইয়াঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়।'
কুয়াশা কেটে যাওয়ায় সকাল সোয়া ৮টার দিকে ফ্লাইটগুলো আবার ঢাকার পথে রওনা দেয় বলে জানান তিনি।
বিমানবন্দর সূত্র জানায়, মধ্যরাত ১২টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশা পড়তে থাকায় ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়।
সালাম এয়ার, কুয়েত এয়ার, এয়ার এরাবিয়া, জাজিরা এয়ারলাইন্স, গালফ এয়ার, মালিন্দো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭ ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ও এয়ার এশিয়ার ফ্লাইটটি ইয়াংগুনে পাঠিয়ে দেওয়া হয়।
একই কারণে ওমান এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স, হিমালয়া এয়ারলাইন্স ও ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইটগুলো নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি।
Comments