রঙিন বুদবুদ দিয়ে শিল্পকর্ম

স্টেফানি ল্যুনিং ও রঙিন ফেনা দিয়ে তার করা শিল্পকর্ম। ছবি: সংগৃহীত

বুদবুদ উড়াতে অথবা সাবানের ফেনা নিয়ে খেলতে অনেকেরই ভালো লাগে৷ জার্মান শিল্পী স্টেফানি ল্যুনিং রঙিন ফেনা দিয়ে অসাধারণ শিল্পকর্ম ও ইনস্টলেশন সৃষ্টি করে চলেছেন৷ সেই কীর্তি স্থায়ী না হলেও দর্শকদের মনে আনন্দের রেশ থেকে যায়৷

প্যারিসের পঁপিদু সেন্টারের সামনের চত্বরে কোটি কোটি রঙিন বুদবুদের বিশাল স্তর দিয়ে ঢেকে ফেলা হয়েছে৷ স্টেফানি ল্যুনিং 'আইল্যান্ড অফ ফোম' নামের ফেনার এই শিল্পকর্ম গড়ে তুলেছেন৷ ফেনার নমনীয়তা তাকে মুগ্ধ করে বলে তিনি রঙিন ফেনা নিয়ে কাজ করেন৷

২০১১ সালে বাথটাবে গোসলের সময় ফেনা দিয়ে শিল্পসৃষ্টির আইডিয়া স্টেফানির মাথায় আসে৷

ফেনার প্রায় ৯৫ শতাংশই পানি৷ সেইসঙ্গে ৪ শতাংশ খাদ্যের রং এবং ১ শতাংশ বায়োডিগ্রেডেবল ডিটারজেন্টও থাকে৷

স্টেফানি বলেন, 'ফেনার মধ্যে এই জীবন্ত সত্তা আমাকে মুগ্ধ করে৷ তাছাড়া ফেনার মধ্যে সহজেই রূপান্তর ঘটানো যায়৷ সেটির কোনো নির্দিষ্ট সীমানা নেই, রংও যোগ করা যায়৷'

স্টেফানি ল্যুনিংয়ের ফেনা সংক্রান্ত সৃজনশীলতার কোনো নির্দিষ্ট সীমা নেই৷ ভবন, খালি কারখানা থেকে শুরু করে শহরের খোলা চত্বর –সব জায়গায় তার ত্রিমাত্রিক শিল্পকর্ম শোভা পায়৷

স্টেফানি বলেন, 'রঙিন ফেনা নিয়ে কাজ করার সুযোগ আবিষ্কার করতে পেরে আমি খুব খুশি৷ অবশ্যই সময়েরও একটা বড় ভূমিকা রয়েছে। কারণ আমার শিল্পকীর্তি তো কোনো চূড়ান্ত রূপ পায় না৷ সৃষ্টি, পরিবর্তন ও উধাও হয়ে যাওয়ার সময় পর্যবেক্ষণ করলে তবেই সেটির অস্তিত্ব টের পাওয়া যায়৷ সেটির কাজ কখনোই শেষ হয় না৷'

স্টেফানি ল্যুনিং তার ফেনাশিল্পের কৌশলেও উদ্ভাবন ঘটিয়ে চলেছেন৷

সেটি দেখাতে দেখাতে তিনি বলেন, 'এখানে নীল, লাল আর হলুদ রং রয়েছে৷ আর আছে তরল পদার্থ। সেটি বেরিয়ে এসে মিক্সারে জমা হয়, যেটি আসলে বাগানের কাজের জন্য তৈরি৷ আমি পাইপের মাধ্যমে ৩টি রংয়ের স্রোতের মুখ খুলতে বা বন্ধ করতে পারি৷ নীল ও হলুদ মেশালে সবুজ রং সৃষ্টি হয়৷ তারপর সেই সবুজ রং এখান দিয়ে চলে যায়৷ তারপর ২টি পাম্পের মধ্যে বিভক্ত হয়ে ২টি পাইপের মাধ্যমে ওপরে ফেনা তৈরির মেশিনে চলে যায়৷'

প্যারিসের শিল্প উৎসব 'নুই ব্লঁশ' এর আওতায় স্টেফানির ফেনা ইনস্টলেশন দেখানো হচ্ছে৷ প্রশ্ন হলো, এটাকে কি শিল্প বলা চলে? নাকি শুধু রঙিন একটি প্রদর্শনী এটি?

এক দর্শক বলেন, 'এটা খুব সুন্দর এবং শিল্প কখনো কখনো শুধু সুন্দরও হতে পারে৷ ফলে এটাও শিল্প হতে পারে৷ বিনামূল্যে সবার জন্য শিল্প৷'

আরেকজন বলেন, 'আমার কাছে এটা অবশ্যই শিল্প। কারণ এটা দেখলে অনুভূতি তৈরি হয়। ফেনার ওপর ঝাঁপিয়ে পড়ার ইচ্ছা হয়৷ বেশ মজার৷ দেখলে অবশ্যই প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷'

তবে সবাই এ বিষয়ে একমত নন৷ এক দর্শক বলেন, 'একদিক থেকে ভাবলে এটা শিল্প। দেখতে সুন্দর, অনেক মানুষকে আকর্ষণ করে৷ অন্যদিকে অবশ্যই এটা অপচয়৷ এর কী প্রয়োজন থাকতে পারে!'

তবে স্টেফানি ল্যুনিং প্যারিসে নিজের কাজ উপভোগ করেছেন।

তিনি বলেন, 'আমি সন্তুষ্ট যে প্রযুক্তি ঠিকমতো কাজ করেছে এবং সবকিছু ঠিক চলেছে৷ বাতাসও কিছুটা শান্ত হয়েছে৷'

Comments

The Daily Star  | English

BB tightens loan classification rules to meet IMF conditions

Payment failure for three months or 90 days after the due date will now lead to classification of loans regardless of type, according to new rules announced by the central bank yesterday, aligning with international best practices prescribed by the International Monetary Fund (IMF).

10h ago