কলকাতার নলেন গুড়ের রসগোল্লা খুব টানে: জয়া আহসান

জয়া আহসান
জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ ও ভারতের বাংলা সিনেমার দর্শকপ্রিয় ও নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান। হিন্দি সিনেমার শুটিংয়ের জন্য ভারতে অবস্থান করছেন তিনি। নতুন বছরের প্রথম দিনটিও কেটেছে সেখানে।

কলকাতা থেকে জয়া আহসান কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

ভারতে আপনার ব্যস্ততা কী নিয়ে?

আমার প্রথম হিন্দি সিনেমার শুটিং কিছুটা বাকি ছিল। আমার অংশ খুব বেশি নেই অবশ্য। ওটার শুটিং করছি। মা সঙ্গে এসেছেন। শুটিং করছি। একটু অবসর পেলে মাকে নিয়ে ঘুরছি। মাকে সময় দিতে পেরেও ভালো লাগছে।

নতুন বছর তো ওখানে কাটালেন?

নতুন বছরে আমি তেমন একটা বের হই না। ঘরেই ছিলাম। কাজও ছিল। ফোন, ফেসবুক, মেসেঞ্জারে অনেকের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হয়েছে। বছর শেষ হওয়ার রাতে আমার মন খারাপ থাকে।

জয়া আহসান
জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিশেষ এই সময়ে কেন মন খারাপ থাকে?

দেখুন, ভালো কিছু উদযাপনের পক্ষে সবসময়ই আমি আছি। কিন্তু, আতশবাজি-পটকার কারণে অনেক পাখি মারা যায়। রাস্তায় কুকুরগুলো ভয় পায়, আতঙ্কিত হয়। এসব আমাকে ভীষণভাবে কষ্ট দেয়। মূলত সেজন্যই মন খারাপ হয়। পাখি-কুকুরগুলোর জন্য মন খারাপ থাকে।

কলকাতার কোন খাবার বেশি টানে?

সত্যি বলতে শুটিংয়ের জন্য এখানে প্রায়ই আসতে হয়। ২ দেশেই সময় কাটে। কলকাতার অনেক খাবার আমার প্রিয়। তবে, নলেন গুড়ের রসগোল্লা ভীষণ প্রিয়। কলকাতার নলেন গুড়ের রসগোল্লা আমাকে খুব টানে। শীতের সময় এই মিষ্টি পাওয়া যায়। দারুণ স্বাদ।

নতুন বছরে ওপার বাংলায় কোন কোন সিনেমার শুটিং করতে যাচ্ছেন?

কেবল তো নতুন বছর শুরু হলো। হিন্দি সিনেমার শুটিং শেষ হোক। কয়েকটি সিনেমার ব্যাপারে কথা চলছে। চূড়ান্ত না হওয়ার আগে বলা মুশকিল। এ ছাড়াও, কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আশা করছি, নতুন বছরে একাধিক সিনেমা মুক্তি পাবে।

হিন্দি সিনেমায় কাজ কেমন লাগছে?

ভালোলাগা তো অবশ্যই আছে। দারুণ একটি চরিত্রে অভিনয় করছি। আমার প্রথম হিন্দি সিনেমা। আমার চরিত্রটি দারুণ। পরিচালক অনেক যত্ন নিয়ে কাজ করছেন। শিল্পীরাও সুন্দরভাবে শুটিং করছেন। সবকিছু বেশ উপভোগ করছি।

Comments

The Daily Star  | English

Arrest warrant for Shakib Al Hasan in cheque dishonour case

Additional Chief Metropolitan Md Ziaudur passed the order after Shakib and three others failed to appear before the court today

10m ago