করাচিতে গুলি ছুড়ে নববর্ষ উদযাপনের সময় আহত ৩৭

পাকিস্তানের করাচি
করাচিতে ইংরেজি নববর্ষ উদযাপন। ছবি: এএফপি

পাকিস্তানের করাচিতে ফাঁকা গুলি ছুড়ে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

রোববার পুলিশ, হাসপাতাল ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

পুলিশ সার্জন ড. সুমাইয়া সৈয়দ বলেন, নতুন বছরের প্রাক্কালে ২ শিশু ও ৪ নারীসহ অন্তত ৩৭ জন আহত হয়েছেন। তাদের ৩টি হাসপাতালে ভর্তি করা হয়। তবে, চিকিৎসার পর অনেকে হাসপাতাল থেকে চলে গেছেন।

করাচি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, করাচির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ আলম ওধোর নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। যেন নববর্ষের রাতে মানুষ গুলি ছোড়া থেকে বিরত থাকে। কিন্তু তা সত্ত্বেও, বিভিন্ন এলাকায় আইন লঙ্ঘন করা হয়েছে এবং মানুষ গুলি চালিয়েছে।

ডন জানিয়েছে, পূর্ব জেলায় ১০ জন, সেন্ট্রাল জেলায় ১০ জন, জেলা শহরে ৪ জন, দক্ষিণ জেলায় ৫ জন, কোরাঙ্গি জেলায় ৩ জন, পশ্চিম জেলায় ১ জন এবং মালির জেলায় ১ জন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

ওই মুখপাত্র বলেন, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং মোট ৩৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। যাদের বিরুদ্ধে ফাঁকা গুলি ছোড়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে ও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

7h ago