'তুলে নেওয়ার' ৪ ঘণ্টা পর ছাত্র অধিকারের ২ নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে
ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে 'ডিবি পরিচয়ে' তুলে নিয়ে যাওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণ অধিকার পরিষদ।
গণ অধিকার পরিষদের যুগ্মআহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা নিজ নিজ বাসায় রওনা হয়েছেন।'
এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজুমল হুদাকে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে ডিবি পরিচয়ে কয়েকজন নিয়ে যায় বলে অভিযোগ করেছে দলটি।
গণ অধিকার পরিষদের যুগ্মআহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে ২ জনকে ডিবি পরিচয়ে কয়েকজন নিয়ে যায়। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলেও রিসিভ হচ্ছে না।'
তিনি আরও বলেন, 'শুরুতে তারা ধস্তাধস্তি করে এবং তাদের পরিচয় জানতে চায় তখন কয়েকজন মিলে তাদের পিকআপভ্যানে তুলে নিয়ে যায়।'
তবে, এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
Comments