জার্মানির বর্ষসেরা ব্যক্তিত্ব ফুটবলার আলেক্সান্দ্রা পপ
আগের ৩২ বছরের প্রতিবারই বর্ষসেরা হয়েছেন কোনো পুরুষ৷ তবে এবার এক নারীকে সেরার স্বীকৃতি দিয়েছে কিকার৷ ২০২২ সালের সেরা জার্মান ব্যক্তিত্ব হয়েছেন ৩১ বছর বয়সি আলেক্সান্দ্রা পপ৷
রবার্ট লেভান্ডোস্কি, বাস্তিয়ান শোয়াইনস্টাইগার থেকে অলিভার কানের মতো মাঠে ফুটবলার হিসেবে দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য যেমন অনেকেই জার্মানির ফুটবল ম্যাগাজিন কিকার-এর বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন, তেমনি কোচ হিসেবে ফ্রান্ৎস বেকেনবাউয়ার, ইয়োয়াখিম ল্যোভ এবং য়্যুর্গেন ক্লপের মতো ব্যক্তিত্বরাও পেয়েছেন এই স্বীকৃতি৷
কিন্তু এতদিন সেরার আসনে বসানোর মতো কোনো নারী খুঁজে পায়নি কিকার৷ জার্মানি জাতীয় দল এবং নারীদের বুন্ডেসলিগায় ভল্ফসবুর্গের অধিনায়ক আলেক্সান্দ্রা পপকে বেছে নেয়ায় পপ তাই কিছুটা অবাক৷
জানিয়েছেন, 'যখন শুনলাম আমি এবার বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছি, তখন ভাবছিলাম সেরকম কী করেছি আমি? আমি তো শুধু ফুটবল খেলেছি আর নিজের মতো থেকেছি!'
তার শুধু ফুটবল খেলার মানে হলো ক্যারিয়ারে মোট ১১ বার জার্মান কাপ জেতা, ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং তার সঙ্গে একবার অলিম্পিক সোনাও জেতা! চলতি বছর ভল্ফসবুর্গের হয়ে পঞ্চম ঘরোয়া লিগ এবং দ্বিতীয় ডাবলও জিতেছেন তিনি৷
এ ছাড়া ইনজুরি থেকে ফিরে জার্মানিকে ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তুলেছেন অবিশ্বাস্য দক্ষতায়৷
অবশ্য মাঠের বাইরেও খুব আলোচনায় ছিলেন৷ এ বছর নারী-পুরুষের সমান মজুরি এবং নারীদের জন্য পূর্ণাঙ্গ পেশাদার ফুটবল চালুর দাবিতেও সোচ্চার ছিলেন জার্মানিতে 'পপি' নামে পরিচিত আলেক্সান্দ্রা পপ৷
Comments