থার্টি ফার্স্ট নাইট

হাতিরঝিলে গাড়ি প্রবেশ বন্ধ, ঢাবি-গুলশান-বনানী-বারিধারায় নিয়ন্ত্রিত চলাচল

গোলাম ফারুক
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, 'আমরা রাত ৮টার পর থেকে গুলশান, বনানী, বারিধারায় প্রবেশ নিয়ন্ত্রণ করবো। রাস্তা বন্ধ করে একটি বা দুটি সড়ক খোলা রাখা হবে। রাত ৮টার পরে আমতলী ও কাকলী ক্রসিং দিয়ে প্রবেশ করা যাবে, অন্যান্য প্রবেশ পথগুলো আমরা বন্ধ করে দেবো।'

এ সময় গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।

ফারুক আরও বলেন, 'সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসিন্দা না যারা, তাদের এসব এলাকায় যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। এসব এলাকায় সন্ধ্যা ৬টার পরে কোনো বহিরাগত ব্যক্তি ও যানবাহন প্রবেশ করতে পারবে না।'

বিশেষ প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে দায়িত্বরত পুলিশের কাছে পরিচয়পত্র দেখানোর অনুরোধ জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, 'হাতিরঝিল এলাকায় কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাতাল অবস্থায় কেউ যাতে গাড়ি চালাতে না পারে সে জন্য ব্রিদিং টেস্ট করা হবে।'

'জঙ্গি ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে গেছে। আমাদের অভিযান চলছে। জঙ্গি ধরা পড়ছে। তবে থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে জঙ্গিদের কোনো থ্রেট নেই,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

4h ago