মালিবাগে পুলিশের সঙ্গে ‘জামায়াত-শিবিরের’ সংঘর্ষ 

মালিবাগে সংঘর্ষের পর সড়কে পুলিশের অবস্থান। ছবি: স্টার

রাজধানীর মালিবাগে আজ শুক্রবার দুপুরে 'জামায়াত-শিবিরের' নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউমার্কেট ডিভিশন পুলিশের এডিসি শাহীন শাহ মাহমুদ বলেছেন, 'জুমার নামাজ শেষে জামাত-শিবিরের ব্যানারে হঠাৎ করে মালিবাগ টাওয়ারের সামনে পুলিশের ওপর হামলা চালায় এক দল মানুষ।'

তিনি আরও জানান, এত বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছি। পরে তাদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।'

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌধুরী পাড়া আবুল হোসেন হোটেলের সামনে থেকে জামায়াত-শিবিরের ব্যানারে একটি মিছিল মৌচাক মোড়ের দিকে আসে। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে এবং ব্যানার ছিনিয়ে নেয়। পরে মিছিলটি মালিবাগ মোড়ে যায়। সেখানে পুলিশের আরেকটি দল তাদের বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটেকেল নিক্ষেপ করে এবং পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

1h ago