যুবলীগ নেতার দোকান থেকে ওএমএসের চাল জব্দ

Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের বিরামপুরে যুবলীগের এক নেতার ওএমএসের দোকান থেকে ৪৩৭ কেজি চাল জব্দ করা হয়েছে। এই চালগুলো খোলা বাজারে বিক্রি করে দেওয়ার জন্য বস্তা থেকে বের করা হচ্ছিল।

বিরামপুর উপজেলা যুবলীগের শাখার সভাপতি আবু হেনা মো. মোস্তফা কামাল বিরামপুর শহরের কলেজ বাজার এলাকার ওএমএস ডিলার।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোকজন চাল কিনতে বৃহস্পতিবার সকাল থেকে আবু হেনার দোকানে ভিড় করেছিলেন। এক পর্যায়ে বিক্রি বন্ধ করে ওএমএস চালের বস্তা ভ্যানে তুলে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন বিক্রেতা। স্থানীয়রা চাল জব্দ করে পুলিশকে খবর দেন।

পরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ও বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত ভ্যান থেকে ওএমএসের চাল জব্দ করেন।

উপজেলার শিমুলতলী গ্রামের মো. উজ্জল জানান, ওএমএস চাল পাওয়ার জন্য তিনি সকাল থেকে অপেক্ষায় ছিলেন। পরে দেখেন চাল বিক্রি বন্ধ করে সরিয়ে নেওয়া হচ্ছে।

তার অভিযোগ, আবু হেনা প্রতিদিনই চাল অন্যত্র সরিয়ে নিয়ে বেশি দামে বিক্রি করেন।

আব্দুল গাফফার নামের এক খুচরা বিক্রেতা জানান, তিনি যুবলীগ নেতার কাছ থেকে চাল কিনেছেন। আবু হেনা প্রায়ই তার কাছে ওএমএসের চাল বিক্রি করেন।

ইউএনও বলেন, একটি কমিটি গঠন করে ঘটনাটি তদন্ত করা হবে।

যোগাযোগ করা হলে যুবলীগ নেতা আবু হেনা বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। তার দাবি, তার দোকানে আসা ক্রেতাদের কাছে তিনি প্রতিদিন বরাদ্দ পাওয়া ওএমএসের চালই বিক্রি করেন।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

39m ago