নাশকতার ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হলো রিজভীকে

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী। স্টার ফাইল ছবি

নাশকতার ৩ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার তার আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ পৃথকভাবে ৩টি আবেদন করলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

এর আগে কড়া নিরাপত্তায় রিজভীকে আদালতে হাজির করা হয়।

আবেদনে আইনজীবী বলেন, তার মক্কেল বিভিন্ন সময় মামলাগুলোতে জামিন পেয়েছেন। তবে বিভিন্ন তারিখে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এরই মধ্যে গত ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় রিজভীকে গ্রেপ্তার করা হয়।

এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
 

Comments