রিজভীসহ ১২ বিএনপি নেতার জামিন শুনানি ১ ফেব্রুয়ারি

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী। স্টার ফাইল ছবি

ঢাকার নয়াপল্টনে ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১২ নেতাকর্মীর দায়ের করা মামলার জামিন আবেদনের শুনানির জন্য ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার তারা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন জমা দেন।

পল্টন থানায় দায়ের করা এ মামলার অন্য অভিযুক্তদের মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব ও দলের চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস আছেন।

তাদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদিন মেসবাহ জানান, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালত বিভিন্ন কারণে পরপর ৩ বার তাদের জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর তারা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন জমা দেন।

এর পরিপ্রেক্ষিতে বিচারক মো. আসাদুজ্জামান আবেদনের ওপর শুনানির জন্য এই দিন ধার্য করেন।

নয়াপল্টনের সংঘর্ষের ১ দিন পর গত ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

ওই সংঘর্ষে ১ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago