স্টেশন থেকে মেট্রোরেলের মাল্টিপারপাস পাস কেনার সময় জানালো কর্তৃপক্ষ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানিয়েছেন, যাত্রীরা দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত স্টেশন থেকে মাল্টিপারপাস পাস কার্ড কিনতে পারবেন।
আজ বৃহস্পতিবার মেট্রোরেলের প্রথম দিনের কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা সভার পর এ কথা জানান তিনি।
তিনি আরও জানান, মেট্রোরেল চলাচলের প্রাথমিক সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই তা প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করবে।
গতকাল প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উত্তরা নর্থ স্টেশন থেকে সাধারণ যাত্রী নিয়ে প্রথম মেট্রোরেলটি ছেড়ে যায়। আগারগাঁও স্টেশনে যাত্রী নামিয়ে তা আবার উত্তরা নর্থ স্টেশনে ফিরে আসে।
এম এ এন সিদ্দিক জানান, তারা সময় মতো মেট্রোরেল ছাড়তে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ যাত্রীরা টিকিট কিনতে এবং নিবন্ধন করতে বেশি সময় নিচ্ছেন।
Comments