মেট্রোরেল এমডি এমএএন সিদ্দিক ও তিতাস এমডি হারুনুর রশীদের নিয়োগ বাতিল

এম এ এন সিদ্দিক ও মো. হারুনুর রশীদ মোল্লা। ছবি: সংগৃহীত

মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

আজ সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

তার পরিবর্তে ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৫ (উত্তর রুট) এর অতিরিক্ত প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুর রউফকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশীদ মোল্লার চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করেছে সরকার।

আজ সোমবার এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ তথ্য জানিয়েছে।

এদিকে, এ পদে পেট্রোবাংলার মহাব্যবস্থাপক শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Comments