আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে উৎসুক জনতার ভিড়

শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন মেট্রোরেলে আগারগাঁও স্টেশনের সামনে৷ ছবি: দীপন নন্দী/স্টার

'আমি ট্রেনে উঠছি, কিন্তু কারেন্টের ট্রেনে উঠি নাই৷ এখন উঠবো৷' উচ্ছ্বসিত কণ্ঠে কথাগুলো বলছিল মারিয়া আক্তার বৃষ্টি৷ হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি। বাবা আব্দুর রহিমের সঙ্গে মেট্রোরেলের উদ্বোধন দেখতে এসেছে সে৷

বৃষ্টির ইচ্ছা আজ বুধবারই মেট্রোরেলে চড়বে সে৷ কিন্তু বুধবার উঠা যাবে না জানতেই মুখটা একটু কালো হয়ে গেল৷ মিনিটখানেক ভেবে বললো, সমস্যা নাই, কালকেই উঠবো৷

বাবা আব্দুর রহিমের সঙ্গে মেট্রোরেলের উদ্বোধন দেখতে এসেছে বৃষ্টি। ছবি: দীপন নন্দী/স্টার

শুধু আব্দুর রহিম বা বৃষ্টি না, এমন শত উৎসুক মানুষ এখন ভিড় জমিয়েছেন মেট্রোরেলে আগারগাঁও স্টেশনের সামনে৷

তাদেরই একজন মিরপুর-২ এর ওসমান গনি৷ তিনি বলেন, আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ৷ এখন উত্তরায় বাস থেকে নেমে দ্রুত মেট্রোতে করে ঢাকার বাসায় চলে আসবো৷

বেসরকারি একটি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কর্মী সোহেল মেট্রোরেলের উদ্বোধন দেখতে সকাল ১০টা থেকে আগারগাঁ বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন।

সোহেল বলেন, আমার হেড অফিস মতিঝিল হওয়ায় প্রায় সেখানেই যেতে হয়। মিরপুর থেকে মতিঝিল যেতে অনেক সময় লাগে। এখন আমরা ঢাকাবাসী এক জায়গা থেকে অন্য জায়গায় অল্প সময়ে পৌঁছাতে পারবো।

তিনি বলেন, দেরি করে পৌঁছানোর কারণে বসের বকা শুনতে হবে না। যানজটের কবলে পড়ে বাসের মধ্যে আর অপেক্ষা করতে হবে না। কোথায় আছি সেটি দিয়ে মিথ্যা বলা বন্ধ হবে। যানজট মুক্ত দ্রুত সময়ে গন্তব্য স্থানে পৌঁছাতে পারব।

Comments

The Daily Star  | English

25 children among 27 killed in Milestone jet crash

Twenty bodies have so far been handed over to their respective families

2h ago