মেট্রোরেল কর্মীদের আংশিক কর্মবিরতি, টিকিট ছাড়াই ভ্রমণ যাত্রীদের

মেট্রোরেল
স্টার ফাইল ফটো

মেট্রোরেল পুলিশ সদস্যদের বিরুদ্ধে সহকর্মীদের মারধরের অভিযোগে সকালে কর্মবিরতি পালন করেছেন মেট্রোরেলের একদল কর্মী।

তবে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করেছে। অন্তত দুটি স্টেশনে মেট্রোরেলের কোনো কর্মীকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি বলে জানিয়েছেন দ্য ডেইলি স্টার প্রতিবেদক। এসময়ে যাত্রীদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ করে দিতে দেখা গেছে।

সকালে মিরপুর ১০ এবং সচিবালয় স্টেশনে কয়েকজন আনসার সদস্য ছাড়া কোনো কর্মীকে দেখা যায়নি।

ঘটনাস্থলে থাকা প্রতিবেদক জানান, সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ স্টেশনে গেট খোলা ছিল এবং যাত্রীরা তাদের কার্ড ছাড়াই সেগুলো ব্যবহার করছিলেন।

মেট্রো রেলের একজন কর্মী জানান, পাস ব্যবহার না করায় কয়েকজন এমআরটি পুলিশ সদস্য তাদের কয়েকজন সহকর্মীকে বাধা দিলে তারা কর্মবিরতি পালনের ঘোষণা দেন।

সকাল পৌনে ৯টার দিকে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করেছি।'

স্টেশনে কর্মীদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কর্মীরা কিছু স্টেশনে পৌঁছেছেন এবং শিগগির অন্যান্য স্টেশনে পৌঁছাবেন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সকাল ৯টার দিকে ডেইলি স্টারকে জানান, ৯৫ শতাংশ কার্যক্রম স্বাভাবিক হয়ে গেছে, বাকিটাও দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।

তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ইতোমধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

2h ago