আজ বন্ধুকে কল করার দিন
বন্ধুত্ব হলো নির্ভরতার সম্পর্ক, আত্মিক সম্পর্ক। এই সম্পর্ক কখনো অম্ল, কখনো মধুর। বর্তমানে আমরা বন্ধুদের সঙ্গে চ্যাট করি, এসএমএস আদান-প্রদান করি। কিন্তু, চ্যাট বা এসএমএসে তো কণ্ঠ শোনা যায় না! আর প্রিয় বন্ধুটির কণ্ঠ না শুনলে কীভাবে হবে? তাই প্রিয় বন্ধুটিকে কল করুন। কারণ, আজ বন্ধুকে কল করার দিন 'কল এ ফ্রেন্ড ডে'।
ভাবছেন বন্ধুকে কল দিয়ে কী বলবেন? কত কিছুই তো বলা যায়। যেমন- যে কথা কাউকে বলতে পারছেন না, সেই কথাটা না হয় তাকে বলুন। বন্ধুকে তো সহজেই সবকিছু বলা যায়। তা সে কষ্ট বা আনন্দের হোক।
কিংবা প্রিয় বন্ধুটি আপনার কোনো উপকার করেছে, তাই তাকে ধন্যবাদ দিতে চাইছেন? তাহলে আজকের দিনটি বেছে নিন। তারপর তাকে ধন্যবাদ জানিয়ে দিন। কারণ, আজকের দিনটি বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উপযোগী দিন।
এটা সত্যি কথা যে, আধুনিক সময়ে অনেকভাবেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। যেমন, সামাজিক যোগাযোগমাধ্যম দিয়ে বন্ধুদের সঙ্গে চ্যাট করা যায়, শুভেচ্ছা জানানো যায়। কিন্তু, বন্ধুর কণ্ঠ শুনতে ফোন কলের চেয়ে সেরা উপায় আর কিবা হতে পারে। তাই আজ বন্ধুকে কল দিয়ে তার খোঁজ নিন। এতে সম্পর্কটা আরও মজবুত হবে, সময়ও ভালো কাটবে। উদযাপন করুন 'কল এ ফ্রেন্ড ডে'।
Comments