কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের হেলপারসহ নিহত ৩
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/very_big_201/public/images/2022/12/24/kurigram_road_accident.jpg)
কুড়িগ্রামে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
এরমধ্যে গতকাল শনিবার রাতে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী বাজার এলাকায় উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশকোচ ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি থ্রি হুইলার ও পথচারীদের চাপা দিলে আব্দুল হান্নান ও বিপ্লব মিয়া নামের ২ জন নিহত হন।
আব্দুল হান্নান কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ গ্রামের নজির হোসেন ও বিপ্লব মিয়া একই উপজেলার বেলগাছা ইউনিয়নের বাণিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
একই দিন দুপুরে ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী-কুলাঘাট সড়কের গাবেরতল এলাকায় একটি বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে উল্টে গেলে ট্রাক্টরের হেলপার শরিফুল ইসলাম (১৮) ঘটনাস্থলেই মারা যান।
শরিফুল ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের নুর জামাল হকের ছেলে।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়গুলো নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে আব্দুল মান্নান ও বিপ্লব মিয়ার পরিবারকে নগদ ২০ হাজার টাকা, শুকনো খাবার ও শীতবস্ত্র দিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
Comments