ভারতের বিহারে ইটভাটায় বিস্ফোরণে মালিকসহ নিহত ৭

ভারতের বিহারে ইটভাটায় বিস্ফোরণ
ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

ভারতের বিহারের পূর্ব চম্পারণ জেলার একটি ইটভাটায় শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরণে মালিকসহ কমপক্ষে ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোতিহারির রামগড়ওয়া এলাকার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইটভাটার মালিক মোহাম্মদ ইশরারও আছেন।

বিহার পুলিশের সদর দপ্তরের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, জেলাশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান এখনো চলছে।

আহতদের কাছের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ফায়ার ইউনিট কাজ করছিল।

এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, সর্বশক্তিমান যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দেন।

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

30m ago