সন্দ্বীপে উদ্ধার বিপন্ন প্রজাতির বনবিড়াল বনে অবমুক্ত
চট্টগ্রামের সন্দ্বীপে উদ্ধার করা বনবিড়ালটি ম্যানগ্রোভ বনে ছেড়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের সন্দ্বীপের রেঞ্জার নিজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পৌরসভার ৮ নং ওয়ার্ডে তাজুল ইসলাম তার বসতবাড়ি থেকে বনবিড়ালটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে বনবিড়ালটি। পরে সেটি ম্যানগ্রোভ বনে ছেড়ে দেওয়া হয়েছে।'
এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বনবিড়ালটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বনবিভাগের তথ্য অনুযায়ী, এই প্রাণীটির ইংরেজি নাম জাঙ্গল ক্যাট। এবং বৈজ্ঞানিক নাম ফেলিস চাউস। একে জংলিবিড়াল, খাগড়াবিড়াল নামেও পরিচিত। এরা নিশাচর, রাতের অন্ধকারে এরা ছোট পাখি বা পাখির ডিম, ছানা শিকার করে খায়। এক লাফে কয়েক ফুট যেতে পারে। দিনের বেলায় এরা লতাপাতা ঘেরা বড় গাছের কোটরে ঘুমায়। প্রজনন মৌসুমে গাছের কোটরে ২-৪টি ছানা প্রসব করে।
আইইউসিন'র তথ্যমতে, বাংলাদেশে প্রজাতিটি বিপন্ন।
Comments