আ. লীগের সম্মেলনে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ব্রিফিং করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: স্টার

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই নিরাপত্তা ব্যবস্থা পুরোটাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে।

ডিএমপি কমিশনার বলেন, 'বিশ্বের যত বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন শেখ হাসিনা। একাত্তরের পরাজিত শক্তিরা বারবার তার জীবননাশের চেষ্টা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা, টুঙ্গিপাড়ায় বোমা হামলাসহ অনেক ঘটনাই ঘটেছে। এসব বিষয় সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা নিয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি আছে বলে মনে করি না। জঙ্গিদের পক্ষ থেকেও না। আমরা ইতোমধ্যেই পালিয়ে যাওয়া ২ জঙ্গির সহযোগীদের অনেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করতে পারব।'

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসবি, র‌্যাব ও সাদা পোশাকের কর্মকর্তারা কাজ করছেন। প্রধানমন্ত্রী সব সময় ঝুঁকির মধ্যে থাকেন। এ বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে, বিবেচনা করে পরিকল্পনা করা হয়েছে।'

এর বাইরেও সিসি ক্যামেরা, ডগ-স্কোয়াড, আর্চওয়ে স্থাপনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগ তাদের জাতীয় কাউন্সিল যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সে জন্য সব ব্যবস্থাই নেওয়া হয়েছে, যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Constitution reform commission proposes new principles for Bangladesh

Equality, human dignity, social justice, pluralism will replace nationalism, socialism, secularism

21m ago