জঙ্গি পলায়ন ও ধরতে না পারাকে ‘ব্যর্থতা’ হিসেবে দেখছে র‍্যাব

র‌্যাব
আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক এম খুরশীদ হোসেন সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন। ছবি: সংগৃহীত

আদালত প্রাঙ্গণ থেকে সম্প্রতি ২ জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা ও এখন পর্যন্ত তাদের ধরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছে র‍্যাব।

পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে সব ধরনের তৎপরতা অব্যাহত আছে জানিয়ে নিজেদের দুর্বলতা স্বীকার করে আত্মসমালোচনামূলক মন্তব্য করেছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

আজ শুক্রবার সকালে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক এম খুরশীদ হোসেন সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তিনি বলেন, '২ জঙ্গি পালিয়ে গেছে, এটা আমরা অস্বীকার করব না। আমরা অবশ্যই আত্মসমালোচনায় বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে স্বীকার করব। এটা আমাদের ব্যর্থতা। ২ জঙ্গি পালিয়ে গেছে এবং তারা দীর্ঘ দিন ধরে পরিকল্পনা করেছে এবং আমরা এখনো তাদের ধরতে পারিনি। কিন্তু, আমাদের অভিযান অব্যাহত রেখেছি।'

অপর প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, 'এখনো জঙ্গি তৎপরতা অব্যাহত আছে। আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন, পাহাড়ি এলাকায় জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ চলাকালে আমরা তাদের আটক করি। তাই, তারা তেমন কিছু করার সুযোগ পাবে বলে আমরা মনে করি না।'

সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, 'সম্মেলনে যারা আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমাদের ফোর্স থাকবে। আমাদের সঙ্গে ডগ-স্কোয়াড থাকবে, বোম ডিসপোজাল টিম থাকবে। যারা আসবেন তারা যেন নির্বিঘ্নে আসতে ও যেতে পারেন তার ব্যবস্থা আমরা নিয়েছে।'

Comments

The Daily Star  | English

BNP sticks to demand for polls by December

In a meeting with Chief Adviser Prof Muhammad Yunus last night, the BNP restated its demands that the next general election be held by December and the government immediately announce a roadmap to that end.

4h ago