‘দ্বৈত ভোটার’ সাবরিনার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত

জাল কোভিড-১৯ প্রতিবেদন দেওয়ার অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় গত বছরের ১২ জুলাই ডা. সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: মুনতাকিম সাদ/স্টার

জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসেনের বিরুদ্ধে ভুয়া তথ্যসহ ২টি জাতীয় পরিচয়পত্র রাখার অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ গ্রহণ করেছেন ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার মামলার কেস ডকেট ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম এ আদেশ দেন।

এর পাশাপাশি তিনি পরবর্তী পদক্ষেপের জন্য মামলাটি ঢাকার মূখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে গত ১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রিপন উদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে তিনি বলেন, ডা. সাবরিনার বিরুদ্ধে ভুয়া তথ্যসহ ২টি জাতীয় পরিচয়পত্র রাখার যে অভিযোগ আনা হয়েছে, তা প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে এবং এ অপরাধের জন্য তাকে বিচারের আওতায় আনা উচিত।

২০২০ সালের ৩০ আগস্ট গুলশান থানার নির্বাচন কর্মকর্তা আব্দুল মমিন মিয়া সাবরিনার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন।

 

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT sentences Hasina to six months for contempt of court

Bulbul was sentenced to two months in prison for his role in the conversation

Now