সেরা ‘আইনজীবী’ করদাতা শেখ ফজলে নূর তাপস

তাপস
শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি: সংগৃহীত

সেরা করদাতার সম্মান পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। 

'আইনজীবী' ক্যাটাগরিতে ২০২১-২২ অর্থবছরে দেওয়া করের হিসাবে তাকে এ বছরের সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর।

'আইনজীবী' ক্যাটাগরিতে সেরা ৫ করদাতার মধ্যে আরও আছেন-অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আমিন উদ্দিন, আহসানুল করিম, তৌফিকা আফতাব ও ব্যারিস্টার নিহাদ কবির। 

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য 'আইনজীবী' ক্যাটাগরিতে ৫ জনসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর।

Comments

The Daily Star  | English

Dhaka cannot engage with non-state actors: foreign adviser

Md Touhid Hossain also emphasised that peace and stability in the region would remain elusive without a resolution to the Rohingya crisis

20m ago