পরীক্ষার ফি ২.৫৪ কোটি টাকা আত্মসাৎ, সলিমুল্লাহ মেডিকেলের ক্যাশিয়ার কারাগারে
মেডিকেল পরীক্ষার ফি বাবদ আদায় করা প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ক্যাশিয়ার আবদুস সাত্তার মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, আজ দুপুরে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলমের নেতৃত্বে একটি দল আবদুস সাত্তারকে মেডিকেল চত্বর থেকে গ্রেপ্তার করে।
প্রতিবেদনে মাহবুবুল আলম বলেন, মেডিকেল পরীক্ষার ফি থেকে সংগৃহীত অর্থ অপব্যবহারে জড়িত থাকার অভিযোগে আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতের কাছে আবেদন করেন তিনি।
আবদুস সাত্তারের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন আসামিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসিকিউশনে বলা হয়, আবদুস সাত্তার চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চিকিৎসা সেবা ও পরীক্ষার ফি বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুদক ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তার বিরুদ্ধে মামলা করে।
Comments