যুক্তরাষ্ট্রের তৈরি ৪ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের তৈরি ৪ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি রাশিয়ার
রাশিয়ার বেলগোরোদ শহরে একটি জ্বালানি ডিপোতে আগুন দেখা যাচ্ছে। রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে মস্কো। সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ রাশিয়ার বেলগোরোদে যুক্তরাষ্ট্রের তৈরি ৪টি অ্যান্টি-রেডিয়েশন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর মস্কো প্রথম এ ধরনের দাবি করল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'বেলগোরোদ অঞ্চলের আকাশসীমায় ৪টি আমেরিকান অ্যান্টি-রাডার (এইচএআরএম) ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে।'

মার্কিন বিমান বাহিনীর তথ্য মতে, 'এইচএআরএম' একটি এয়ার-টু-সারফেস উচ্চগতির অ্যান্টি-রেডিয়েশন ক্ষেপণাস্ত্র। এটি রাডার-সজ্জিত এয়ার ডিফেন্স সিস্টেম 'খুঁজতে ও ধ্বংস' করতে বানানো হয়েছে।

বেলগোরোদের গভর্নর ভায়াচেস্লাভ গ্ল্যাডকভের দাবি করেন, রোববার এই অঞ্চলে ইউক্রেন বাহিনী হামলা চালিয়েছে। এতে আবাসিক ও শিল্প ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও দাবি করেন, ওই হামলায় একজন নিহত ও আরও ১০ জন আহত হয়।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago