রান্নাঘরে সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন, দগ্ধ ৪

রান্নাঘরে সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলপিজি সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসের আগুনে ২ শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে৷

আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার গোলাকান্দাইলের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে৷

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন৷ তিনি জানান, ৪ সদস্যের পরিবারটি ভাড়া করা একটি ঘরে থাকতেন৷ সিলিন্ডারের লিকেজ থেকে রান্নাঘর ও ঘরে গ্যাস জমে যায়৷ সকালে দেশলাই থেকে ঘরে জমে থাকা গ্যাসে আগুন লেগে ঘরের সবাই দগ্ধ হন৷

দগ্ধরা হলেন ফরিদপুর জেলার নগরকান্দার জাহিদ হাসান (৪০), তার স্ত্রী রুমা বেগম (২৭), পঞ্চম শ্রেণির লাবনী আক্তার (১১) ও দ্বিতীয় শ্রেণির মো. ইয়াসিন (৮)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, জাহিদ হাসানের শরীরের ২৯ শতাংশ, রুমার ২৩ শতাংশ, লাবনীর ২২ শতাংশ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে৷

দগ্ধ রুমা বেগম জানান, রূপগঞ্জ উপজেলার ডগরগাঁও এলাকা এক কক্ষের একটি ফ্ল্যাটে তারা ভাড়া থাকেন৷ সকালে রান্নাঘরে গিয়ে দেশলাই জ্বালাতেই বাতাসে আগুন জ্বলে ওঠে৷ তার চিৎকার শুনে এগিয়ে আসলে স্বামী ও দুই সন্তানও দগ্ধ হন৷ পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন৷

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

3h ago