গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
৬তলা ভবনের নিচ তলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৫টায় কোনাবাড়ীর উত্তর জরুন (সিকদার পাড়া) এলাকার একটি বাসা থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
 
এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুজন হলেন, নিলফামারীর ডিমলা উপজেলার ডাংগারহাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুফিয়ান রহমান (৪০)। তার স্ত্রী নাসরিন আক্তার (৩৫)।

সুফিয়ানের ভাই নজরুল ইসলামের বরাত দিয়ে ভবন মালিক শুকুর শিকদার দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টায় স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী আল-আমীন তাদের বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে তাকে (বাড়ির মালিক) খবর দেন। পরে তিনি স্থানীয়দের সহায়তায় ৬তলা ভবনের নিচ তলার কক্ষটির ভেতর থেকে বন্ধ করা স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করেন। কক্ষের ভেতর ফ্লোরে সুফিয়ানের মরদেহ এবং খাটের ওপর থেকে নাসরিনের মরদেহ উদ্ধার করা হয়। 

শুকুর শিকদার আরও জানান, সুফিয়ার রাজমিস্ত্রির সহকারী এবং নাসরিন স্থানীয় নয়াপাড়া এলাকার তাসমিয়া পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। 

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল বা কোনো চক্রান্ত রয়েছে কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আল আরিফিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোনাবাড়ী থানার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ডিবিবিএল ফায়ার সার্ভিস ইউনিট  ঘটনাস্থলে গেছে।'

Comments

The Daily Star  | English

NCC, Jamaat hold second round of talks on reform proposals

Jamaat says it has revised positions on key issues after internal review

26m ago